Sunday, 21 January 2018

একটি বায়োমেট্রিক একাউন্ট মানিব্যাগ হিসেবে ব্যাবহার করতে পারেন, যেখানে প্রয়োজন সেখানেই উত্তলোন সুবিধা

আগের যুগে টাকা জমানোর জন্য যেমন মাটির ব্যাংক প্রয়োজন ছিল!
এখুন টাকা জমানোর জন্য একটি ব্যাংক একাউন্ট প্রয়োজন।
আর এই একাউন্ট করার আগে যে বিষয় গুলো অবশ্যই জানা প্রয়োজন।
কেন সর্ব সাধারন বিশেষ করে সাধারন কর্মব্যস্ত, শ্রমজীবিদের ডাচ্-বাংলা বায়োমেট্রিক একাউন্ট করা ভাল?
কারণঃ
ক) বাৎসরিক ফি ছাড়াই একাউন্ট পরিচালনা করা যায়। যা অন্যান্য ব্যাংকের জন্য ফি প্রযোজ্য।

খ) আপনার জমানো টাকার উপর দৈনিক মুনাফা।
গ) আপনার ছুটির দিন শুক্রবার সহ সপ্তহের 7 দিনই লেনদেন সুবিধা।যা অন্যান্য ব্যাংকে কর্মব্যস্ত, থাকার জন্য অফিসডে তে সম্ভব হয় না।
ঘ) লেনদেনের সময় সকাল 9.00 (নয়)টা থেকে রাত 8.00 (আট) টা । যা অন্যান্য ব্যাংকে সকাল 10.00 টা থেকে বিকেল 4.00 টার পর সম্ভব হয় না। তাই বায়োমেট্রিক একাউন্টে সুবিধামত সময় টাকা জমা, উত্তলোন করা যায়।
ঙ) দেশব্যাপি রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকএর এটিএম বুথ যা দ্রুত গতিতে বেড়ে চলেছে| আরো রয়েছে এজেন্ট বাংকিং অফিস যা সারা দেশেই দ্রুত বেড়ে চলছে।
সুতরাং আপনি একটি বায়োমেট্রিক একাউন্ট মানিব্যাগ হিসেবে ব্যাবহার করতে পারেন। যেখানে প্রয়োজন সেখানেই উত্তলোন সুবিধা।


তাই একটি ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং একাউন্ট করুন, নিশ্চীন্তে, নিরাপদে লেনদেন করুন।
একাউন্ট করার জন্য যোগাযোগ করুন
ডাচ্-বাংলা ব্যাংক মনোনীত এজেন্ট
সৌদিয়া টেলিকম 
ডালিয়া রোড, জলঢাকা বাজার, জলঢাকা,নীলফামারী। মোবাইলঃ ০১৭৯৭৭৮১১৯৮

No comments:

Post a Comment

ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংক জলঢাকা আউটলেট এ নিয়োগ বিজ্ঞপ্তি............................   এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাচ্-বাংলা ...