Wednesday, 24 January 2018

তৃতীয়পক্ষের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা

 
ব্যাংকের শাখার মত প্রায় সব সুবিধা এজেন্টদের কাছে পাওয়ায় গ্রাহকরা এজেন্ট ব্যাংকিংয়ে হুমড়ি খেয়ে পড়ছে। এখন দেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সেবা পৌঁছানোর ফলে এ ব্যাংকিং সহজ হয়েছে। এজেন্ট ব্যাংকিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠায় এখন ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংয়ে মনোযোগ দিচ্ছে। গত ছয় মাসে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ লাখ।
 
 
সংশ্লিষ্টরা বলছেন, নানান ঝক্কি-ঝামেলা পেরিয়ে ব্যাংকগুলো শাখা খুলে। তবে এজেন্ট ব্যাংকিং করতে বা এজেন্ট নিয়োগ দেওয়া সহজ। এক্ষেত্রে ব্যাংকের বাড়তি কোন খরচ করতে হয় না। সংশ্লিষ্ট এজেন্টই সমস্ত খরচ বহন করেন। ফলে এতে একদিকে কোন খরচ ছাড়াই ব্যাংকের লাভ করার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্যাংকের গ্রাহক সংখ্যাও বাড়ছে কোন খরচ ছাড়াই। আর গ্রাহকরাও এজেন্ট ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন বিভিন্ন সার্ভিস।
 
রেমিট্যান্স উত্তোলন ছাড়াও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলন, টাকা স্থানান্তর (দেশের ভিতর), বিভিন্ন মেয়াদি আমানত প্রকল্প চালু, ইউটিলিটি সার্ভিসের বিল পরিশোধ, বিভিন্ন প্রকার ঋণ উত্তোলন ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারী সকল প্রকার ভুর্তকী গ্রহণ করা যায়। 

4 comments:

  1. Vai karent bil hoyni Ami agent bank Nite chai aponi kisu bolun

    ReplyDelete
  2. সবাই তো সেটাই চাচ্ছে কিন্তু হচ্ছে না

    ReplyDelete

ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংক জলঢাকা আউটলেট এ নিয়োগ বিজ্ঞপ্তি............................   এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাচ্-বাংলা ...