Thursday, 25 January 2018

সহজ ও স্মার্ট উপায় "র‍্যাপিড পাস" নগদ টাকার বদলে এখন থেকে মেশিনে ছুঁয়ে বাস ভাড়া পরিশোধ


নগদ টাকার ঝামেলা এড়িয়ে বাস ভাড়া দেওয়ার সহজ ও স্মার্ট উপায় "র‍্যাপিড পাস"
নগদ টাকার বদলে এখন থেকে মেশিনে ছুঁয়ে বাস ভাড়া পরিশোধ
বর্তমানে সুবিধা পাওয়া যাচ্ছে মতিঝিল-আব্দুল্লাহপুর রুটের বিআরটিসি এসি, ওমামা ইন্টারন্যাশনাল ও গুলশান সার্কুলার রুটে ঢাকা চাকা বাসে। 🚌🚐🚍🚒
ডাচ্‌-বাংলা ব্যাংকের নিম্নোক্ত ৬টি শাখা হতে "র‍্যাপিড পাস" কার্ড ক্রয় ও রিচার্জ করা যাবে:
🚌 লোকাল অফিস, দিলকুশা
🚌 মিতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখা
🚌 এলিফ্যান্ট রোড শাখা
🚌 বনানী শাখা
🚌 গুলশান শাখা
🚌 গুলশান সার্কেল ১ শাখা
🚌 উত্তরা শাখা
🚌 সোনারগাঁ জনপদ শাখা, উত্তরা

No comments:

Post a Comment

ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংক জলঢাকা আউটলেট এ নিয়োগ বিজ্ঞপ্তি............................   এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাচ্-বাংলা ...